Description

Minicon Pill Price in Bangladesh – মিনিকন পিল

মিনিকন পিল এর কাজ কি?
মিনিকন পিল হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করার বড়ি । এটি জন্ম নিয়ন্ত্রণ অর্থাৎ পরিবার পরিকল্পনা কাজে খাওয়া হয় । মিনিকন বড়ি শুধু মাত্র মহিলাদের খেতে হয় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য ।

মিনিকন পিল খাওয়ার নিয়ম

মিনিকন পিলের সাদা ২১ টা পিল খাবেন বাকি ৭ টা হলো আয়রনের পিল। খাওয়ার নিয়ম আপনি বক্সের ভিতরে ছোট কাগজে পাবেন।তবে সংক্ষেপ করে বলছি।
সাধারণত মাসিকের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট নিয়মের পিলটি খেতে হবে। এবং তির চিহ্ন দেখে দেখে পর পর প্রতিদিন ২১ দিন ২১ টি পিল খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে আবার(পরবর্তীতে যদি বাচ্চা নিতে না চান) নতুন প্যাকেট শুরু করতে হবে। কোন একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল এক সাথে খেতে হবে।

মিনিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়

২১ টি সাদা পিল খাওয়ার পর ১ সপ্তাহ পিল খাওয়া বন্ধ রাখবেন এই সময়ের মধ্যে মাসিক হতে পারে। যদি ২/৩ দিনের মধ্যে মাসিক শুরু না হয় তাহলে খয়েরী রংগের আয়রন পিল খাওয়া শুরু করতে হবে। এই খয়েরী পিল খাওয়া কালিন মাসিক শুরু হতে পারে (যদি বাচ্চা নিতে না চান) তখন একই নিয়মে আবার নতুন পাতার ২১ টি পিল খাওয়া শুরু করতে হবে ।
খয়েরী রংগের পিল খাওয়াকালিন সহবাস করবেন না কারণ এ সময় মাসিক হতে পারে। যদি খয়েরী রংগের পিল খাওয়াকালিন বা খাওয়ার পর মাসিক শুরু না হয় তাহলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্লিনিকে যোগাযোগ করবেন।

মিনিকন পিল খেতে ভুলে গেলে

কোনো কারণে কোনো বড়ি খেতে ভুলে গেলে যখন মনে পড়বে তখন খেয়ে ফেলতে হবে এবং নির্ধারিত দিনের বড়ি খেতে হবে নির্ধারিত সময়। তবে এক মাসে দুই থেকে তিনবারের বেশি ভুল হলে ওই মাসে জন্মনিয়ন্ত্রণের জন্য কনডম ব্যবহার করতে হবে, নয়তো গর্ভধারণের আশঙ্কা থাকে।

মিনিকন খেলে কি মাসিক হয়

মিনিকন ২১ টি পিল খাওয়া ২/৩ দিনের মধ্যে মাসিক হয়।

মিনিকন পিলের পার্শ্বপ্রতিক্রিয়া – Minicon Pill Side Effects:

মিনিকন পিল খাওয়ার কিছু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া হল:

  • মাথাব্যথা
  • বমি বমি ভাব
  • পেট খারাপ
  • স্তন কোমলতা
  • ওজন বৃদ্ধি
  • যোনি স্রাব
  • মুখের ব্রণ

মিনিকন পিল খেলে কি মোটা হয়?

অনেক নারীই ধারণা করেন মিনিকন পিল খেলেই ওজন বেড়ে যায়। তবে এটি সবার ক্ষেত্রে ঘটে না। কিছু কিছু নারী জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া শুরু করার পর তাদের ওজন কিছুটা বেড়ে যায়।

মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়?

মিনিকন পিল হলো স্বল্পমেয়াদি পিল যা মাসিকের সময় হতে নিয়মিত করে খেতে হয় । যদি মিনিকন পিল খাওয়া শুরু করার পরে প্রথম সাত দিনের মধ্যে যৌন মিলন করেন, তাহলে আপনাকে একটি কনডম বা অন্য একটি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। আর এই পিল নিয়মিত খাওয়াকালিন সময়ে অলটাইম(সব সময়) মিলন করতে পারবেন কোন সমস্যা নেই।

মিনিকন পিলের দাম কত

মিনিকন পিলের দাম ৬০ টাকা মাত্র।

Reviews (0)

Be the first to review “Minicon Pill Price in Bangladesh – মিনিকন পিল”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

See It Styled On Instagram

    No access token

Main Menu