Femicon Pill Price in Bangladesh – ফেমিকন এর দাম কত
40.0৳
- Band: Femicon
- Company: SMC
- Pack Size: 28 Tablet
- Quantity: 1 Pcs/Box
- Generic: Ethinylestradiol + Ferrous Fumarate + Norgestrel
Description
Femicon Pill Price in Bangladesh – ফেমিকন এর দাম কত
what is femicon – ফেমিকন এর কাজ কি – ফেমিকন কি কাজ করে
বাংলাদেশে বহুল পরিচিত জন্মনিয়ন্ত্রণ পিলগুলোর মধ্যে ফেমিকন এসএমসি কোম্পানির অন্যতম একটি । চতুর্থ প্রজন্মের জন্মনিয়ন্ত্রণকারী পিলগুলো বাজার জাতকরণের পূর্বে ফেমিকন ছিল বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত পিল গুলোর মধ্যে একটি। স্বল্পমাত্রার এই পিল বেশিরভাগ বিবাহিত মহিলাদের শরীরের সাথে খাপ খায় বলে জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। একটি সাদা ফেমিকন পিলে রয়েছে লজেস্টেল ০.৩০ মিলিগ্রাম,ইথালিন ইস্ট্রেডিওল ০.০৩ মিলিগ্রাম এবং একটি বাদামি পিলে রয়েছে ফেরাস ফিউমারেট ৭৫ মিলিগ্রাম।
ফেমিকন খাওয়ার নিয়ম কি – femicon pill how to use – Femicon খাওয়ার নিয়ম
ফেমিকন পিল খাওয়ার নিয়ম হচ্ছে আপনার মাসিক হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পিলের একটি পাতায় মোট ২৮ টি ট্যাবলেট থাকে যার মধ্যে ২১ টি সাদা এবং সাতটি লাল বর্ণের। মেয়েদের পিরিয়ড শুরুর দিন থেকে ২১তম দিন পর্যন্ত প্রতিদিন একটানা একটি করে সাদা রংয়ের ট্যাবলেট একই সময়ে পাতায় দেখানো তীর চিহ্ন অনুসরণ করে সেবন করতে হয়।
তারপর ২২ তম দিন থেকে লাল রংয়ের ৭টি ট্যাবলেট সেবন করতে হবে। যতদিন পর্যন্ত গর্ভধারণ কিংবা সন্তান গ্রহণ বন্ধ রাখতে চান ততদিন পর্যন্ত ঠিক একই নিয়মে এই পিল সেবন করা বাধ্যতামূলক। পিরিয়ড হলেও লাল রঙয়ের বড়ি সেবন চালিয়ে যান। পিরিয়ডে দিন থেকে পুনরায় নতুন একটি ফেমিকন পিলের পাতা কিনে সাদা বড়ি আগের নিয়মে সেবন করতে থাকুন।
যখন গর্ভধারণ করবেন তখন থেকে এটি সেবন করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন।
কোনক্রমে যদি একদিন একটি সাদা ট্যাবলেট খেতে ভুলে যান তবে পরের দিন একই সাথে ওই সময় দুইটি ট্যাবলেট সেবন করতে হবে।
ফেমিকন খেলে কি ক্ষতি হয়? ফেমিকন এর পার্শ্ব প্রতিক্রিয়া – Femicon Pill Side Effects
ফেমিকনের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে:
- মাথাব্যথা
- বমি বমি ভাব
- বমি
- তন্দ্রালুতা
- পেটে ব্যথা
- যোনি থেকে রক্তপাত
ফেমিকনের কিছু বিরল পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে:
- ত্বকের ফুসকুড়ি
- চুলকানি
- পেশী ব্যথা
- গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা
- ওজন বৃদ্ধি
- মেজাজ পরিবর্তন
ফেমিকন খাওয়ার কতদিন পর মাসিক হয় – ফেমিকন খেলে কি মাসিক হয় – ফেমিকন খেলে কি মাসিক বন্ধ হয়
প্রতিদিন ১ টি করে ২১ দিনে ২১ টি সাদা পিল খাইতে হবে। পরদিন থেকে প্রতিদিন একটি করে ৭ দিনে ৭ টি বাদামী রংয়ের পিল খেতে হবে। এই বাদামী রংয়ের পিল খাওয়ার সময় আপনার মাসিক হবে। মাসিক শুরু হলেও বাদামী রংয়ের পিল খাওয়া বন্ধ করা যাবে না। বাদামী পিল নিয়মিত খেলে লৌহ স্বল্পতা পরিপূরণ থাকবে। ফেমিকন পিল নিয়মিত খেলে মাসিক বন্ধ হয় না।
ফেমিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা? ফেমিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়
ফেমিকন পিলের কার্যকারীতা বলতে এটা হচ্ছে মাসিক পিল একটানা ১মাস সেবন করতে হয়| ধরুন রাতে ফেমিকন সেবন করেছে এবং সকালে সেক্স করেছেন সেহেতু প্রেগন্যান্ট হওয়ার সম্ভবনা নেই। এই ক্ষেত্রে ফেমিকন পিল প্রতিদিন খেয়ে যেতে হবে পরবর্তী পিরিয়ড না হওয়া পর্যন্ত। খাওয়া বাদ দেওয়া যাবে না, যদি কোনো দিন পিল খাইতে ভুলে যান তাহলে পরের দিন দুইটি পিল একসঙ্গে খাইতে হবে।
ফেমিকন খেলে কি মোটা হয়
ফেমিকন পিল খেলে মেয়েরা মোটা হয় এটা সম্পূর্ণ নির্ভর করে যে মেয়েটা পিল খাচ্ছে সেই মেয়ের শরীরের হরমোন ও জীবনযাত্রার উপর। সব মেয়ে কিন্তু পিল খেলে মোটা হয় না তাহলে তো চিকন মেয়েরা মোটা হওয়ার জন্য পিল খাওয়া শুরু করতো। তবে আমাদের মধ্যে অনেকেরই এই ধারণাটা রয়েছে যে পিল খেলে শরীর ভালো হয় অর্থাৎ মোটা হয়।
ফেমিকন খেলে কি বাচ্চা নষ্ট হয়
ফেমিকন স্বল্প জন্মনিয়ন্ত্রণ পিল। যাহা নিয়মিত খেলে বাচ্চা নষ্ট হয় আর গর্ভধারণ হয় না। এটি মাসিকের প্রথম দিন থেকেই খাইতে হয়।
ফেমিকন এর দাম কত – Femicon Pill Price in Bangladesh
ফেমিকন একটি জন্মনিয়ন্ত্রণ পিল যাহার বর্তমান এর বাজার মূল্য মাত্র ৪০ টাকা। আপনি এটি তিস্তা অনলান শপে পাবেন।
Reviews
There are no reviews yet.