Emcon 1 Price in Bangladesh- ইমকন এর কাজ কি
70.0৳
- Band: Emcon 1
- Company: Renata Limited
- Generic: Levonorgestrel
- Pack Size: 1 Pcs Tablet
Description
Emcon 1 Price in Bangladesh- ইমকন এর কাজ কি
ইমকন কি? ইমকন ট্যাবলেট এর কাজ কি? Emcon 1 এর কাজ কি
ইমকন 1 একটি ইমার্জেন্সি কনট্রাসেপটিভ পিল যা যৌন মিলনের পর ৭২ ঘণ্টার মধ্যে সেবন করলে গর্ভধারণের ঝুঁকি কমাতে পারে। এটি প্রোজেস্টিন নামে একটি হরমোন দিয়ে তৈরি।
ইমকন 1 সেবনের পর ডিম্বাশয় থেকে ডিম নিঃসরণ বন্ধ করে দেয়। এটি ডিম্বাশয় থেকে ডিম নিঃসরণ না হওয়া পর্যন্ত শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত করতে পারে না। এছাড়াও, ইমকন 1 জরায়ুর শ্লেষ্মার ঘনত্ব বৃদ্ধি করে এবং জরায়ুর মুখকে বন্ধ করে দেয়, যাতে শুক্রাণু ডিম্বাশয়ের দিকে যেতে পারে না।
ইমকন পিল খাওয়ার নিয়ম – ইমকন ট্যাবলেট খাওয়ার নিয়ম – Emcon 1 খাওয়ার নিয়ম
অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব ইমকন ১.৫ মিলিগ্রামঔষধ সেবন করতে হবে। তবে যৌন মিলনের ৭২ ঘন্টা পর কোনভাবেই আর এই ঔষধ কাজ করবেনা। কিন্তু মাসিকের যেকোনো সময়ে এই ঔষধ সেবন করা যেতে পারে।
জন্মনিরোধক পিল সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত অবশ্যই যেকোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি যেমন কনডম অথবা শুক্রনাশক ব্যবহার করতে হবে।
ইমকন বেশি খেলে কি হয়ঃ-
এই ইমার্জেন্সি পিল গুলো মাসে একবার খেলেও শরীরে পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাব ফেলে ফলে মাসিকের সময় পরিবর্তন হয়। নির্দিষ্ট সময়ের মাসিক হতে মাসিক ২/১ সপ্তাহ পিছিয়ে যায়। এছাড়াও অতিরিক্ত ইমকন-১ ইমার্জেন্সি পিল খেলে ঐ পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবের কারনে যে প্রভাব গুলো ফেলে তা হলো
যেমন:- যাদের নিয়মিত মাসিক তাদের মাসিক অনিয়মিত করে। সেইসাথে কারো ক্ষেত্রে বমিভাব ,পেটে ব্যথা ,মাথা ব্যথা,মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব, পেটে মোচড় দেওয়া, মাসিকে অনিয়ম, স্তন অস্বস্তি, মাসিকে অধিক রক্তক্ষরন, দুর্বল লাগা, কারো কারো ক্ষেত্রে মাসিক দুই সপ্তাহ ও পিছাতে পারে, কারো আগেও হয়ে যায়। তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে একসাথে দেখা দেয়না।
ইমকন ১ খাওয়ার কত দিন পর মাসিক হয়:-
ইমকন ১ খাওয়ার পর আপনার মাসিকের তারিখ অনুযায়ী মাসিক হবে। তবে অনেক সময় দেখা যায় যে ইমকন সেবন করলে মাসিকের তারিখ কয়েকদিন কমবেশি হতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি ইমকন ১ খাওয়ার পর মাসিক হচ্ছে না সঠিক তারিখে অথবা ১০ দিন অতিবাহিত হয়ে যায় সে ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সি পরীক্ষা করতে হবে।
ইমকন ১ পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া – Emcon 1 side Effects Bangla
ইমকন ১ সেবনের পর নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে:-
- মাথাব্যথা
- বমি বমি ভাব
- বমি
- পেটে ব্যথা
- তলপেটে ব্যথা
- ক্লান্তি
- স্তনের কোমলতা
এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি সাধারণত হালকা এবং অল্প কয়েক দিনের মধ্যে চলে যায়।
ইমকন এর দাম কত – ইমকন ১ পিল দাম – Emcon 1 Pill Price in Bangladesh – emcon 1 price in bd
ইমকন পিল মূলত ইমারজেন্সি গর্ভনিরোধক বড়ি । এর বাণিজ্যিক নাম হচ্ছে ইমকন। এর জেনেরিক নাম কেটোকোনাজল এবং এর ধরন হচ্ছে ট্যাবলেট। ইমকন পিল এর বর্তমান মূল্য হচ্ছে ৭০ টাকা।
Reviews
There are no reviews yet.